হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড শাখার সম্মেলন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগরেহাটের ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৪ জানুয়ারী বিকাল ৪টায় পাগলা দেয়াপাড়া সরকারি প্রাথমকি বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান।

স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেনের সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক ও সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পরেশ কুমার দেবনাথ ও শেখ মঈন উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরশে রায়, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দেবনাথ, ইউপি সদস্য সরদার মুস্তাকিন সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে ইমরান শেখ মিঠুনকে সভাপতি ও হিরামন দেবানাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন