ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ব্যপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) পাগলঅ-শ্যামনগর বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক বি.এম মোজ্জামেল হক। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাভোকেট ভ‚ইয়া হেমায়েত উদ্দীন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, এ্যাডভোকেট একে আজাদ ফিরোজ টিপু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
সম্মেলনের দ্বিতঅয় পর্বে কাউন্সিলারদের সর্বসম্মতিক্রমে স্বপন দাশ কে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
