ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে অসুস্থ ভারসাম্যহীন সেই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
তার চিকিৎসার জন্য তাকে বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার সাথে সর্বক্ষনিক থাকার জন্য এক নারী উদ্যোক্তাকে পাঠানো হয়েছে। তার এই মহৎ উদ্যোগের জন্য এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয়রা জানান, ৭৫বছর বয়স্ক এই অজ্ঞাত পরিচয়ের ভারসাম্যহীন বৃদ্ধা প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ফকিরহাটে আসেন। এরপর থেকে তিনি ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা থানার মোড় এলাকায় ঘুরাঘুরি করেন। উপজেলা প্রশাসনসহ যে যখন যা খেতে দেয় তা খেয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। কেউ খেতে না দিলে সেদিন না খেয়ে খাকতে হয় তাকে। তিনি কিছুদিন যাবৎ উপজেলা পরিষদ ভবন এলাকায় টিনের ছাউনি ও একটি খাটের উপর বসবাস করতেন। ঝড়-বৃষ্টি এলে ও রাতে তিনি সেখানেই থাকতেন। কিন্তু সেখানে উপজেলা পরিষদ সম্প্রসারণ কমপ্লেক্স ভবন নির্মাণ করায় সেখান থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি খাটের উপর অবস্থান নেন। তাকে কেউ বিরুক্ত করলে তিনি লাঠি নিয়ে তেড়ে আসেন। তবে তার নাম ও ঠিকানা কেউ বলতে পারেন না।
তিনি বর্তমানে ভীষন অসুস্থ হয়ে পড়েছেন। তার একটি পা পচন ধরেছে। যা স্থানীয়দের নজরে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর তিনি নিজ ওই বৃদ্ধাকে দেখতে যান। এরপর তিনি তার চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন। তার এই উদ্যোগের জন্য স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, স্থানয়িদের মাধ্যমে জানতে পারি ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের অসুস্থ ওই বৃদ্ধাকে বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেখাশুনার জন্য সুমি হাওলাদার নামে এক নারী উদ্যোক্ত সাথে পাঠানো হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসককে বিষয়টি অবগত করা হয়েছে। ওই বৃদ্ধার যাবতঅয় খরচ তিনি বহন করবেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তা করার কথা জানিয়েছেন বলে এ কর্মকর্তা জানান।