ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা গ্রুপের অর্থয়নে ও কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেড়শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।
কালের কণ্ঠ ফকিরহাট প্রতিনিধি মান্না দে এর পরিচালনায় এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, সাংবাদিক আমিনুর ইসলাম, পিকে অলোক, এম জাকির হোসেন, আহসান টিটো, মোজাহিদুর রহমান, সৈয়দ অনুজ সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
