হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অসহায় ও দু:স্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ঐচ্ছিক তহবিল থেকে ফকিরহাট উপজেলার ৮ইউনিয়নের মোট ৩২জন অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ৫হাজার টাকা করে ১লক্ষ ৬০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একইসাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ২০জনকে ৫ হাজার টাকা করে মোট ১লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়া এদিন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য ৩২জনকে ১৫লক্ষ ৮০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এসব মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সাবেক কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) অমিত রায় চৌধুর, শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ আ: রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন