ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে চিত্রানদীর ভেড়িবাধের বিভিন্ন অংশ ভেঙ্গে জোয়ারের পানীতে ভেসে গেছে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শাতাধিক বাড়ী-ঘর। ঘুর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে ফকিরহাটে ভৈরব নদী, চিত্রানদী সহ বিভিন্ন নদ-নদী ও খালে স্বাভাবিক জোয়ারের চেয়ে দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। ভৈরব নদী ও চিত্রা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির তোড়ে চিত্রানদীর কয়েকটি অংশ ভেঙ্গে যায়। ফলে গুড়গুড়িয়া, পুটিয়া গ্রাম সহ গোদাড়া এলাকার নদীর চর এলাকার অদিকাংশ মৎস্য ঘের ও বসতবাড়ী জোয়ারের পানীতে প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ব্যপক ক্ষতি আশংকা রয়েছে বলে স্থানীয় মৎস্য চাষীরা জানান।
মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার জানান,গত কয়েকদিন ধরে ইয়াস ও পুর্নিমার প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। চিত্রানদীর চরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তৈরী করা ভেড়ি বাধের আশংকাজনক কয়েকটি স্থানে স্থানীয়দের সহযোগিতায় মাটি দিয়ে বাধ রক্ষা করার চেষ্টা করেও বিফলে গেছে। গত বৃহস্পতিবার দুপুরের জোয়ারের পানির চাপে সে সব অংশ ভেঙ্গে তলিয়ে গেছে অনেক মৎস্য ঘের ও বসতবাড়ী।
এদিকে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়ে এদিন বিকেল চিত্রানদীর নদীর ভাঙ্গন এলাকা পরিদৃশন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেরা নির্বাহী অফিসার সানজিদা বেগম।
পরিদর্শন শেষে তারা জানান, নদীতে পানি চাপ কমলে ভেড়িবাধের যে সব অংশ ভেংঙ্গে গেছে তা পুনরায় ঠিক করা হবে বলে স্থানীয়দের আশাবাদ ব্যাক্ত করেন।
