হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

ফকিরহাটে অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ধর্ষন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যান স্থানের ন্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, ডাকাতি সহ অন্যান্য অপরাধ দমন ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উদ্যোগে ওসি এর সার্বিক তত্ত  বধায়নে শনিবার বিকেল ৪টায় সদর ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র ইউপি সচিব মো: মোয়াজ্জাম হুসাইন, ইউপি সদস্য মো: জগরুল হায়দার বাবু, মহিলা ইউপি সদস্র শিউলি বেগম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ফকিরহাট সদর ইউনিয়ন (বিট নং-৪) এসআই মো: এমদাদুল হক। এসময় এএসআই মো: রফিকুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মো: সাইফুল ইসলাম, ইউপি সদস্য, খান শামিম হাসান, শেখ শহিদুল ইসলাম, মো: হুমায়ুন কবীর, শেখ জব্বার হোসেন, লিমা বেগম, লিলিমা আক্তার, গ্রাম আদালত সহকারি ফাতেমা খাতুন, উদ্যোক্তা ডালিয়া আক্তার, শেখ ফিরোজ হোসেন বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন