ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লটারীর মাধ্যমে ৮ইউনিয়ন থেকে ২৬৫ মে: টন অতিরিক্ত সংগ্রহ করার লক্ষ্যে অতিরিক্ত ২৬৫জন কৃষক নির্ধারন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় লটারী ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, খাদ্য পরির্দশক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মোঃ বিল্লাল হোসেন, উপ-খাদ্য পরির্দশক লিটন মন্ডল প্রমূখ। উল্লেখ্য, এরপূর্বে গত ৭ মে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬ হাজার তালিকাভুক্ত কৃষকের মধ্যে ৭৯৮জনকে নির্ধারিত করা হয়েছে। যা প্রত্যেকের নিকট থেকে এক মে: টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট