হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে অটোমোবেল অফার বিষয়ে অবিহিতকরণ সভা

ফকিরহাটে অটোমোবেল অফার বিষয়ে অবিহিতকরণ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ট্রেড এনার্জী লিমিটেডের রোডম্যাক্স এর অটোমোবেল ইঞ্জিনিয়ার প্রোগ্রাম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট বাপ্পি স্টোরের আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় অত্র প্রকিষ্ঠানের মিলনায়তনে অনুষ।টানে প্রধান অতিথি ছিলেন ট্রেড এনার্জী লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি দে। বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার দে’র পরিচালনায় এসময় ট্রেড এনার্জী লিমিটেডের সেলস ম্যানেজার মো. সাব্বির হোসেন, মায়ের দোয়া ট্রেডার্সের পরিচালক মরদার নিয়ামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার ঘোষ সহ বিভিন্ন ব্যবসায়ী, গ্যারেজ মালিক ও গনমাধ্যামকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্যারেজ মালিকদের মধ্যে লটারী ড্র করে ১০জনকে মোবেল বিতরন করা হয়। এছাড়া প্রত্যেকরে একটি করে গেঞ্জি উপহার দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন