ফকিরহাট (বাগেহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় হোসেন শিকদার (৪৪) নামের এক মৎস্য ব্যবসায়ী আহত হয়েছে।
সে বাড়ী থেকে সার ক্রয়ের উদ্দেশ্যে এসে মৌভোগ মাদ্রাসা সন্নিকটে একটি দোকানে বসে চা পান করার সময় এ ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত হোসেন শিকদার মৌভোগ পশ্চিমপাড়ার সামাদ শিকদারের পুত্র। তবে আহত ব্যক্তি জানিয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে মারপিট করা হয়েছে।