ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার সহ জেলার সাতজন নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দদের শপথ গ্রহন অনুষ্ঠান বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
তৃতীয় ধাপে ইউনিযন পরিষদ নির্বাচনে বাগেরহাট জেলায় যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এদিন তাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মূলঘর ইউপি সহ অন্যান্য ইউনিয়নের মধ্যে রয়েছে গাংনী, রাজনগর, ষাটগুম্বজ, গোয়াপাড়া, যাত্রাপুর, খাওলিয়া ইউনিয়ন। এসময় ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ সহ বিভিন্ন সরকারী কমৃকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।