ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২১-২২অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে রবিবার (৩০ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা। উন্মুক্ত বাজেট সভায় মূলঘর ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে ২কোটি ৮৮লক্ষ ১৩হাজার ১১৮টাকা বাজেট ঘোষনা করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো: আবু বকর, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, শেখ মুজিবুর রহমান, ফকির মোস্তফা কামাল, কাজী তাজ উদ্দিন,সরদার আ: কুদ্দুস, সাধনা মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।