হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বেতাগা বাজার বণিক সমিতির কমিটি গঠন সম্পন্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা বেতাগা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।শনিবার (২০শে নভেম্বর) সন্ধ্যায় বেতাগা বাজারে দক্ষিণারঞ্জন মার্কেটে বেতাগা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইউনুস আলী শেখ, বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা বাজার বণিক সমিতির সভাপতি অশোক রায়। বেতাগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তরুণ দাশের পরিচালনায় এসময় মহিলা ইউপি সদস্যা কামরুন্নাহার নিপা, ইউপি সদস্য পরিমল দাশ, পুষ্পল দাশ সহ বেতাগা বাজার বণিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে বেতাগা বাজার বণিক সমিতির সভাপতি পদে অশোক রায়, সাধারণ সম্পাদক পদে তরুন দাশ ও কোষাধ্যক্ষ পদে বিকাশ দাশ নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন