ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোদের টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবাদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে ৮ ও ৯নং ওয়ার্ডের, উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার বিকাল ৪টায় গাবখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য মোঃ মশিউদ্দিন মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। এতে বিশেষ অতিথি ছিলেন, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির ও ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী। উপদেষ্টা ছিলেন ৭.৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা কোহিনুর বেগম। ইউপি সচিব মোঃ সোহেল রানার,সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার দেবদাশ বালা, ইউপি সদস্য হাফিজুর রহমান ও মোঃ আব্দুল খালেক ঢালী।
এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন উজ্জল হাওলাদার, আলমগীর হোসেন, বলাই শীল, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, জাবেদা বেগম, আলেয়া বেগম ও সালমা বেগম প্রমুখ। এসময় ইউপি সচিব মোঃ সোহেল রানা দাবীকৃত চাহিদা গুলি খসড়া আকারে একটি রেজুলেশন করেন।
s