ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সাধের বটতলা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম সোহাগ (৩৪) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। তাকে হাঁতুড়ি দিয়ে আঘাত করায় শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, পিলজংগ এলাকার ঢালি আ, মজিদের ছেলে সাইফুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাড়ি থেকে ডিম ক্রয়ের উদ্দেশ্যে মটরসাইকেলযোগে সাধের বটতলা নামক স্থানে আসেন। এমন সময় প্রতিপক্ষ গ্রুপের জনৈক্য দুই ব্যক্তি তার উপর হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছে।
এঘটনার সময় আহতের মামাত ভাই আবুজার ঢালী ঠেকাতে আসলে তাকেই মারপিট করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত সোগ জানান। বিষয়টি মডেল থানা পুলিশ অবহিত করা হয়েছে বলে আহতের পরিবার জানিয়েছেন।