ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুরের আক্তারুল হক মামুন মুন্সির সুযোগ্য কন্যা নাঈমা নাদিয়া ৪০ তম বি সি এস প্রশাসন ক্যাডারে চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছে। নাঈমা নাদিয়া লখপুরের গার্লস স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে, পরবর্তীতে বাঐডাঙ্গা বি,এল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। এরপর সে ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুল” থেকে ২০১০ ইং সালে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
খুলনা সরকারী পাইওনিয়র কলেজ থেকে এইচ এস সি শেষ করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ১১তম মেধাতালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। তিন ভাই বোনের মধ্যে নাঈমা নাদিয়ার অবস্থান দ্বিতীয়। এস এস সি পরীক্ষার পুর্বেই দূরারোগ্য ব্যাধিতে তার বাবা মারা যান।
তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন লখপুর গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও এস বি এ সি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ লখপুরের সর্বস্তরের জনগন। এক সাক্ষাৎকারে নাঈমা নাদিয়া মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং দেশের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।