হোম খেলাধুলা পয়েন্ট-গোল ব্যবধান সমান হলে আর্জেন্টিনার ভাগ্যে কী থাকছে?

ফুটবল বিশ্বকাপ :

জিতলে নিশ্চিত শেষ ষোলো, হারলে বিদায়। তবে ড্র হলে আর্জেন্টিনাকে মেলাতে হবে নানা সমীকরণ। ফিফার নিয়মানুযায়ী ড্র হলে দুই দলের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই যাবে পরের রাউন্ডে। কিন্তু পয়েন্ট ও গোল দুটোতেই সমান হলে ‘সি’ গ্রুপে থাকা মেসিদের ভাগ্যে কী থাকছে?

বাঁচামরার ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা। একই সময় গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও মেক্সিকো লড়াই করবে লুসাই স্টেডিয়ামে।

এখন পর্যন্ত চার দলের সংগ্রহে যে পয়েন্ট আছে তাতে কেউই নিশ্চিত করতে পারেনি শেষ ষোলোর টিকিট। নিজেদের শেষ ম্যাচে পোলিশদের হারাতে পারলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার নকআউট পর্ব। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আলবিসেলেস্তেরা বিদায় নেবে; যদি লেভানদোভস্কিদের বিপক্ষে হারে। কারণ ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা সৌদি আরব শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড্র করলেই ৪ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে উঠে যাবে। আর তারা হারলে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করবে মেক্সিকো।

অন্যদিকে আর্জেন্টিনা ড্র করলে, আর মেক্সিকো জিতলে দুই দলেরই সমান ৪ পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে যাবে পোল্যান্ড। কিন্তু দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে কারা পাবে নকআউটের টিকিট?

ফিফার নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল নিশ্চিত করবে শেষ ষোলো। তবে আর্জেন্টিনার ড্রয়ের বিপরীতে যদি মেক্সিকো ৩-০ গোলের জয় পায়, তাহলে দুই দলেরই পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হয়ে যাবে। এখন পর্যন্ত ৩ গোলের বিপরীতে আর্জেন্টিনা হজম করেছে ২ গোল। অন্যদিকে মেক্সিকো এখন পর্যন্ত বিপক্ষ কোনো দলের জালে বল জড়াতে পারেনি। কিন্তু তারা হজম করেছে ২টি গোল। অর্থাৎ, গোল ব্যবধানে এগিয়ে আছে মেসিরা।

দুই দলের গোল ও পয়েন্ট সমান হলে দেখা হবে কাদের গোল বেশি। পোল্যান্ডের জালে বুধবার কোনো বল জড়াতে না পারলে আর মেক্সিকো ৩-০ গোলে জিতলে, এখানেও দুই দলের সমীকরণ একই দাঁড়াবে।

সে ক্ষেত্রে দেখা হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কারা জিতেছিল? এক্ষেত্রে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জেতায় শেষ ষোলোতে উঠে যাবে আর্জেন্টিনা। তবে মেসিদের গোলশূন্য ড্রয়ের বিপরীতে মেক্সিকো যদি সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে জেতে, তাহলে এখানেই যাত্রা শেষ হয়ে যাবে আর্জেন্টিনার।

এদিকে ফিফার নিয়মানুযায়ী আগের সব সমীকরণ সমান হলে ফেয়ার প্লে-র হিসাবে এগিয়ে থাকা দল নিশ্চিত করত শেষ ষোলো। এখানেও সমান হলে লটারিতে নির্ধারণ করা হতো দুই দলের ভাগ্য। কিন্তু মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় সবশেষ এই দুই ধাপে যেতে হচ্ছে না আর্জেন্টিনাকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন