নড়াইল অফিস :
পড়াশুনা করতে যশোরে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো মোঃ রাকিবুল ইসলাম নামে নড়াইলের এক মেধাবী কলেজছাত্রের। যশোরে আবাসিক ম্যাচে, ম্যাচ মালিকের অসামাজিক কাজের প্রতিবাদ করায় রাকিবুল পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন ময়না তদন্তকারি চিকিৎসক।
নিহতের স্বজনরা জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের কাতার প্রবাসী আনিসুর রহমানের ছেলে রাকিবুল যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। যশোরে পড়াশুনার সুবাদে রাকিবুল যশোর শহরের ওয়াবদা গ্যারেজ রোডে মিলন তানহা নামে একটি ম্যাচে থাকতো।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাকিবুলের রুমমেট রাজু মোবাইল ফোনে, রাকিব ষ্টোক কোরে মারা গেছে বলে স্বজনদের খবর দিলে স্বজনরা গিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের কাপড়ে জড়ানো মৃতদেহ দেখতে পায়। সে সময় তাদের সন্দেহ হলেও তৎক্ষনাৎ কি করবে ভেবে না পেয়ে স্বজনরা মৃতদেহ বুঝে নিয়ে এ্যামবুলেন্স এ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
পথে ঝাঁকিতে লাশ থেকে রক্ত ক্ষরণ হতে থাকলে নিহতের মাথায় আঘাত দেখতে পেয়ে স্বজনরা রাকিবুলের হত্যার বিষয় বুঝতে পেরে মৃতদেহসহ তারা লোহাগড়া থানায় গিয়ে অভিযোগ দেয়। মিলন তানহা ম্যাচটি যে বাড়িতে অবস্থিত ঐ বাড়িওয়ালা মিলনের সঙ্গে ম্যাচের কাজের বুয়ার অসামাজিক কার্যকলাপ সম্প্রতি রাকিবুল দেখে ফেলে অনৈতিক কাজে জড়াতে বাড়িওয়ালাকে নিষেধ করায় বাড়িওয়ালার রোষানলে পড়ে। এরই জেরে রাকিবুলকে তার রুমমেডদের সহায়তায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমন অভিযোগ করে স্বজনরা, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ দিকে বৃহস্পতিবার বিকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তকারি ৩ সদস্য বোর্ডের প্রধান ডাঃ দিপঙ্কর কুমার জানান, রাকিবুলের মাথার তালুতে ধারালো অস্ত্রের গভীর আঘাত মগজ ভেদ করেছে। এই আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা সেটি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পরে নির্ধারণ হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্য শেখ আবু হেনা মিলন বলেন, লাশের ময়না তদন্ত সম্পন্ন করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল যশোর কতোয়ালী থানাধীন হওয়ায় সেখানে মামলা দায়েরের বিষয় প্রকৃয়াধীন রয়েছে।