হোম খুলনানড়াইল “প্রয়োজনের শতভাগ কাজ করার জন্য সময় দিতে হবে” নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে গনসংযোগে মাশরাফি

“প্রয়োজনের শতভাগ কাজ করার জন্য সময় দিতে হবে” নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে গনসংযোগে মাশরাফি

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে গন সংযোগে কালে মরশরাফি বলেন, প্রয়োজনের শতভাগ এর জন্য সময়তো দিতে হবে। আর প্রয়োজন এমনি একটা জিনিস যা পুরন হলে নতুন করে আরো একটা জিনসি প্রয়োজন হবে। প্রয়োজনের কোন শেষ নেই। সুতরাং সবচেয়ে বড় বিষয় আন্তরিকতা আপনাদের প্রতি আমার আন্তরিকতা আছে কিনা এটাই সবথেকে গুরুত্বপুর্ন।

৫ বছরের আড়াই গেছে করোনা আর খেলাধুলায়, বাকী যে আড়াই বছর পেয়ে আমি চেষ্ঠা করেছি আপনাদের জন্য কিছু করার। আমি আপনাদের কাছে ভোট চেয়ে গেলাম ৭ তারিকে আমার জন্য এবং ভবিষৎ প্রজন্মের জন্য একটু সময় করে ভোট কেন্দ্রে যাবেন আপনার মুল্যবান ভোটটি দিয়ে আসবেন। আমি বিজয়ী হবে ভেবে ঘরে বসে থাকবেনা না। ১ জানুয়ারি সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা, বসুপটি, কাশীপুর, ধোপাদাহসহ বিভিন্নস্থানে গন সংযোগে তিনি এ সব কথা বলেন। পরে নোয়াগ্রাম ও শালনগর ইউনিয়নে গনসংযোগ করেন।

এসময় মাশরাফির সাথে ছিলেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জেলা আওয়ামীলীগের সহ-সভপতি এড,আয়ুব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন