বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে মিডিয়া জগতের জনপ্রিয় নাম মুশফিক আর ফারহান। রেডিওতে দুর্দান্ত গল্প উপস্থাপন করে সামনে আসা মুসফিক এখন ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণ করলেন।
মুশফিকের সহকারী ছিলেন রওশন আলম রায়হান। তবে রায়হানকে তিনি নিজের ভাই মনে করতেন। তার হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। মৃত্যুর কয়েকমাস হলেও এই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা মুশফিক ফারহান।
এদিকে রায়হানের মৃত্যুতে পাগলপ্রায় রায়হানের পরিবার। সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুশফিক ফারহান। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চারটি ঘরের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। বর্তমানে সেই বাড়ির কাজ শেষের দিকে।
একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পাঁচ বছর আগে বাড়িটির কাজ শুরু করা হয়েছিল। কিন্তু এখন মুশফিক সেই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে দিচ্ছেন।
জানা যায়, মুশফিকের ঢাকায় কোনো ফ্ল্যাট নেই। শুধু আছে একটি ভিনটেজ মডেলের গাড়ি।
এ বিষয়ে মুশফিক জানালেন, রায়হান ভাই ছিল আমার অভিভাবকের মতো ছিলেন। তিনি চলে যাওয়ার আমি একা হয়ে পড়েছি। তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে কিছুটা হলেও শান্তি লাগছে।