হোম অন্যান্যসারাদেশ প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যালয়ের ভেতর মারামারি। ছুড়িকাঘাতে আহত এক যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীর হাতে এক সেনা সদস্য (সদ্য প্রশিক্ষণ শেষ করা) ছুড়িকাঘাতে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাবাসী সূত্রে জানা যায়, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচের নেব রাসুল নামের এক শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ে আসা ইয়াছিন বাবু নামের এক সেনা সদস্য ছুড়িকাঘাতে আহত হয়েছে। মেয়ে সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তী করা হয়।

অন্য দিকে বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা কুলিয়ারচর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘাতক নেব রাসুলকে আটক করে নিয়ে যায় কুলিয়ারচর থানা পুলিশ। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিকৃয়া দেখা দিয়েছে।

ঘটনার বিষয় নিয়ে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল বলেন, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। যখন এ ঘটনা ঘটে তখন আমরা অনেক শিক্ষকরাই বিদ্যালয়ে এসে পৌছাইনি।

ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মিছবাহুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি তা হলো, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা।

কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা (ও.সি) মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন