হোম আন্তর্জাতিক প্রেমের টানে পদ ছাড়লেন সিঙ্গাপুরের স্পিকার ও এমপি

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে সংসদ থেকে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের স্পিকার ত্যান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। সোমবার (১৭ জুলাই) রাজধানী সিঙ্গাপুর সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘তারা দুজনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। সংসদে সঙ্গতি ও ব্যক্তিগত আচরণের মান বজায় রাখার জন্য আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘স্পিকার ত্যান বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। চলতি বছরের শুরুতে যখন তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারি, তখনই ত্যানকে পদত্যাগের প্রস্তাব দেয়া হয়।’

‘আমি এর আগে বিষয়টি নিয়ে তাদের সতর্ক করেছিলাম। সে সময় তারা বিষয়টি মেনে নিলেও, কয়েকদিন আগে আমি জানতে পারি তাদের মধ্যে এখনো প্রেমের সম্পর্ক রয়েছে,’ বলেন লি সেইন লুং।

অবশ্য এক চিঠিতে ত্যান প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে গিয়ে তার পরিবারের প্রতি মনোযোগ দিতে চান।

এদিকে, গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস ঈশ্বরন। পরিবহনক্ষেত্রে উচ্চ পর্যায়ের দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন ব্যুরো।

এ ঘটনার মধ্য দিয়ে সিঙ্গাপুরে প্রায় ৪০ বছর পর কোনো মন্ত্রী গ্রেফতার হলেন। সবশেষ ১৯৮৬ সালে দেশটির মন্ত্রিসভার এক সদস্য দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন