বিনোদন ডেস্ক:
কানাডা ও আমেরিকার পর এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমা।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মন জয় করে ‘প্রিয়তমা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে যাচ্ছে এই আগস্টে।’
এ ছাড়া পোস্টে একটি ছবিও জুড়ে দিয়েছেন ঢালিউড কিং। সেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হল লিস্ট দেয়া আছে।
এদিকে চার সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। এখনও সেখানকার দর্শকের কাছে বেশ সমাদর পাচ্ছে ছবিটি। আয়ের ঝুলিও উঠেছে ফুলেফেঁপে।
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।