হোম আন্তর্জাতিক প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রথম দিনেই বিক্রি ১৪ লাখ কপি

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর ইংরেজি ভাষার সংস্করণ প্রথম দিনে বিক্রি হয়েছে ১৪ লাখ কপি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় এ বই বিক্রি হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউস এ তথ্য জানিয়েছে।

বইটি প্রকাশের পর যুক্তরাজ্যে পরিচালিত জনমত জরিপে প্রিন্স হ্যারির জনপ্রিয়তা যখন হ্রাসের দিকে তখন বই বিক্রির এই সংখ্যা সামনে এলো।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) যুক্তরাজ্যে প্রকাশ ও বিক্রির জন্য উন্মুক্ত করা হয় বইটি। এটাকে ১৯৯২ সালে প্রিন্স হ্যারির মা রাজবধূ প্রিন্সেস ডায়ানা ও ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু মর্টনের লেখা ‘ডায়ানা: হার ট্রু স্টোরি‘র পর রাজপরিবার নিয়ে সবচেয়ে আলোচিত বই বলে মনে করা হচ্ছে।

বইটির প্রকাশক সংস্থা পেঙ্গুইন জানিয়েছে, এটি মোট ১৬টি ভিন্ন ভিন্ন ভাষায় পাওয়া যাবে। এ ছাড়া ইংরেজি ভাষার একটি অডিওবুক হিসেবেও পাওয়া যাবে। তবে ভুলবশত বইটির কিছু কপি স্পেনে বিক্রি হয়েছে, যার ফলে ব্যাপকভাবে বইয়ের তথ্য ফাঁস হওয়ার জন্য ক্ষমা চেয়েছে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, বইটি বাজারে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদা মেটাতে লন্ডনের বইয়ের দোকানগুলো মধ্যরাতেই খোলা হয়। বইয়ের একটি কপি সংগ্রহের জন্য দোকানগুলোর সামনে ভক্তদের লম্বা লাইন পড়ে।

বইটি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিতর্ক চলছে। বই প্রকাশের আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন প্রিন্স হ্যারি। এ ছাড়া বাবা রাজা তৃতীয় চার্লস ও বড় ভাই প্রিন্স উইলিয়াম সম্পর্কে ‍কিছু গুরুতর অভিযোগ করেন তিনি।

৪১০ পৃষ্ঠার এ স্মৃতিকথায় ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও উত্তেজনার কথা এসেছে, প্রিন্স হ্যারির ভাষ্যে তার বেড়ে ওঠা ও রাজপরিবারের সঙ্গে তার ঝগড়ার কথাও উঠে এসেছে। তবে এ পর্যন্ত এসব নিয়ে বাকিংহাম প্যালেস ও কেনসিংটন প্রাসাদ কোনো মন্তব্য করেনি এবং কোনো মন্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন