জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন চলচ্চিত্র নায়ক সায়মন সাদিক।
জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোকারম সর্দারের পক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন চলচ্চিত্রের এই নায়ক। ভোট চাইছেন আনারস প্রতীকের।
নায়ক সায়মন সাদিক জানান, চেয়ারম্যান প্রার্থী মোকারম সর্দার তার কাছের বড় ভাই ও ঘনিষ্ঠ জন। তাই গত কয়েকদিন ধরে নিকলীতে অবস্থান করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নিজের পছন্দের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী এই অভিনেতা।
এ দিকে দেশের প্রখ্যাত চলচ্চিত্র নায়ক সায়মন সাদিককে কাছে পেয়ে খুশি গ্রামের মানুষ।
নিকলী উপজেলায় মোকারম সর্দারসহ তিন জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় মোট ভোটার এক লাখ ২১ হাজার ৮৫২ জন। দ্বিতীয় ধাপে হবে এই উপজেলার নির্বাচন।