নিউজ ডেস্ক:
শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দফতরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বুধবার ১৬ জুলাই) এই বরাদ্দ ও মঞ্জরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বিভাজন এবং নিম্নবর্ণিত শর্তে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হলো। সংশ্লিষ্ট দফতরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হলো।