হোম জাতীয় প্রস্তুত নতুন উপদেষ্টাদের গাড়ি

প্রস্তুত নতুন উপদেষ্টাদের গাড়ি

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন নতুন ৫ জন উপদেষ্টা। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫টি গাড়ি।

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন- ১. চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, ২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, ৩. সাবেক আইজিপি খোদাবকশ্‌ চৌধুরী, ৪. আকিজ-বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন, ৫. অধ্যাপক ড. সাইদুর রহমান।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। ৫টি গাড়ি প্রস্তুত রেখেছি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ড. ইউনূসসহ বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। নতুন উপদেষ্টারা দায়িত্ব নেয়ার পর পরিষদ দাঁড়াবে ২৬ জনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন