হোম খেলাধুলা প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন, পরীক্ষা দিলেন সাকিব!

প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন, পরীক্ষা দিলেন সাকিব!

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসানকে কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। তবে চলতি বছর কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন। বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বিশেষজ্ঞদের সামনে সোমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এখন তাকে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য।

৯ থেকে ১২ সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব। সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

যদিও এই অবস্থাতেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। তবে ইসিবির অধীন যেকোনও ম্যাচ খেলতে হলে তাকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন