রাজনীতি ডেস্ক:
ক্ষমতাসীনরা টিকে থাকতে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে, গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এভাবে গ্রেফতার-নির্যাতন করতে থাকলে প্রশাসন ছাত্রদলের প্রতিরোধের মুখে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
রাশেদ ইকবাল খান বলেন, ক্ষমতাসীনরা টিকে থাকতে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে, পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে। আর একজন গোয়েন্দা কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ছাত্রদল নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার ও নির্যাতন করছেন।
এ সময় অস্ত্র নাটক দেখিয়ে প্রশাসনের কিছু দলবাজ কর্মকর্তা বিরোধী দল দমনে মেতে উঠেছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তাদের এমন কর্মকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই মধ্যে ছাত্রদলের অনেক নেতাকে গুম-গ্রেফতার-নির্যাতন ও হত্যা করা হয়েছে।
এভাবে গ্রেফতার-নির্যাতন করতে থাকলে প্রশাসন ছাত্রদলের প্রতিরোধের মুখে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।