হোম অন্যান্যসারাদেশ প্রবীন বামপন্থী কর্মীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

প্রবীন বামপন্থী কর্মীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ
নড়াইল অফিসঃ
বাংলাদেশের  ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলার গোবরা অঞ্চল শাখা সদস্য প্রবীন কমিউনিস্ট কমরেড সৈয়দ সাহেব আলীর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গোবরা  নলদীরচর স্কুল প্রাঙ্গনে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে  শোকসভার আয়োজন করা হয়।
কমরেড নারদ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি এবং প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন খুলনা জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড মিনা মিজানুর রহমান, যশোর জেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক কমরেড ছব্দুল হোসেন খান, নড়াইল জেলার সম্পাদক কমরেড অধ্যাপক আমিরুল ইসলাম, সদর  উপজেলা সভাপতি কমরেড শাহজাহান আলী মৃধা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে  প্রয়াত কমরেডের জীবন, কর্ম ও আমৃত্যু সমাজতন্ত্রের আদর্শে অবিচল থাকার বিষয়টি গুরুত্বের  সাথে আলোকপাত করেন।
সৈয়দ সাহেব আলী ১৯৪৭ সালের ৮ জুলাই আগদিয়ারচর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। সত্তরের দশকে তিনি কমিউনিস্ট রাজনীতিতে যোগ দেন। অনেক প্রতিবন্ধকতা সত্বেও আমৃত্যু তিনি এই আদর্শে অবিচল ছিলেন এবং নড়াইল জেলার দক্ষিনাঞ্চলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। গত আগস্ট মাসের ২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন