হোম আন্তর্জাতিক প্রবাসে ঘরে বসে ঈদ উদযাপন।

আন্তর্জাতিক ডেস্ক :

লকডাইনের মধ্যে মালয়েশিয়া ঈদ উদযাপন হলো। ত্রিশ রোজা সম্পূর্ণ করে আজ পালিত হচ্ছে ঈদ। আজ সকাল নয়টায় মালয়েশিয়া সরকারের স্বাস্থ্য বিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসলিরা। করোনা প্রতিরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদেশ অনুযায়ী বড় মাসজিদে ৫০ জন ও ছোট মসজিদে ২০ জন করে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়।

তবে মালয়েশিয়া বসবাসরত বেশির ভাগ প্রবাসী মুসলি ঈদের নামাজ আদায় করেন ঘরে বসে। ২০২০সালের ঈদের মত এবার প্রবাসীদের ঘরে বাহিরে ঈদ পালন করতে না পায়ায় মনের ভিতরে নেই ঈদের আনন্দ। মসজিদে মসজিদে ও ঘরোয়া পরিবেশ নামাজ আদায় শেষ মহান আল্লাহ তায়ালা কাছে এই মহামারী করোনার থেকে মুক্তি চেয়ে দোয়া করা হয়।

মুভমেন্ট কন্টোল অব অর্ডার ( লকডাইন) এর কারনে ছুটি থাকা সত্ত্বেও প্রবাসীরা বাহিরে কোথাও ঘুরতে, বন্ধুদের সাথ ঈদের শুভেচ্ছা বিনিময় বা কেনাকাটা করতে না পারায় আনন্দ বিহীন ঈদ কাটল প্রবাসীদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন