হোম জাতীয় প্রবাসীর স্ত্রীর বাড়ির মাটি খুঁড়ে আইনজীবীর সহকারীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামের জলন্দা গ্রামে প্রবাসীর স্ত্রীর বাড়িতে মাটির নিচে থেকে আইনজীবীর সহকারী শাহিন শাহ (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রবাসীর স্ত্রী হোসনে আরা বেগমকে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন শাহ নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের মোজাহার শাহের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ৯ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন শাহিন শাহ। বিষয়টি তার পরিবার সদর থানায় ও র‌্যাব নাটোর ক্যাম্পে অবহিত করে। আইনশৃঙ্খলা রক্ষা প্রযুক্তির সহায়তায় জলন্দা গ্রামে ওমান প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে সর্বশেষ অবস্থান সনাক্ত করে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবাসীর স্ত্রী হোসনে আরাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখিয়ে দেয়া স্থান বাড়ির টিউবওয়ের পাশ থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় হোসনে আরাকে।

আবু সিদ্দিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাদে জানা গেছে শাহিন শাহের সঙ্গে ছয় মাস ধরে তিন সন্তানের জননী হোসনে আরার পরকীয়া চলছিল।

কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার সঙ্গে কারা জড়িত তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন