হোম জাতীয় ‘প্রবাসীরা আমাদের দুর্দিনের বন্ধু’

‘প্রবাসীরা আমাদের দুর্দিনের বন্ধু’

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একজন প্রবাসীও যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন প্রধানমন্ত্রীর নির্দেশে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজনে আজাদ বখত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এক সময়ে আমিও প্রবাসী ছিলাম। এখন রাজনৈতিক কারণে দেশে স্থায়ী হয়েছি। কিন্তু আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।’

মন্ত্রী প্রবাসীদের খোঁজ খবর রাখতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আরও বলেন, ‘প্রবাসীরা আমাদের দুর্দিনের বন্ধু।’

মন্ত্রী শফিকুর রহমান উপস্থিত সবাইকে আস্বস্ত করে বলেন, ‘এ বন্যা আসার পর আপনারা ক্ষুধার্ত বা খাদ্যের অভাব অনুভব করেন নি। কারণ আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের লোকজন আপনাদের পাশে ছিলেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে। ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। বাংলাদেশের মানুষও নিরাপদ থাকবে। তিনি এ দেশের একজন সফল প্রধানমন্ত্রী।’

সাজিদ উদ্দিন কামরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সবেক এমপি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ। সভাশেষে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন