আন্তর্জাতিক ডেস্ক :
কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া। বাংলাদেশ-অধ্যুষিত প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দনীয় শপিং মল। ঈদুল আজহার আর মাত্র এক দিন বাকি। নিজেদের পছন্দসই বা পরিবার-পরিজনের জন্য যেকোনো পণ্য কিনতে সব পেশা, শ্রেণির বাংলাদেশি প্রবাসীদের এই মার্কেটটিতে পদচারণা।
বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ঈদের বেচাকেনায় দোকানগুলোতে বেড়েছে খদ্দেরের আনাগোনা । মনের মতো বেচাকেনা করতে পেরে ব্যবসায়ীরা অনেকটা খুশি।
কুয়েতে নিজেদের ভাগ্য পরিবর্তনে সোনার হরিণ ধরতে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে চাকরি ছেড়ে অনেকেই ব্যবসায় যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি আবার স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসী বাংলাদেশিকে। দুই শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন এই সুক আল ওয়াতানিয়া মার্কেটে। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচাকেনা বেড়ে যাওয়ায় তারা অনেক খুশি।
কুয়েতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় পাঁচ হাজার প্রবাসী বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
এই মার্কেটটিতে দুই শতাধিক প্রবাসী টেইলারিং, মোবাইল, কার্গো, স্টেশনারি, জুয়েলারি, গার্মেন্টস, রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তা ছাড়া দীর্ঘদিন বাংলাদেশের ভিসা বন্ধ থাকায় কুয়েতে শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস, কুয়েত কূটনৈতিকভাবে শ্রমিক সংকট সমাধানে এগিয়ে আসবেন–এটাই তাদের প্রত্যাশা।
