হোম জাতীয় প্রবল স্রোতে ব্রিজের সঙ্গে ধাক্কায় নৌযানডুবি

জাতীয় ডেস্ক :

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ণিমার জোয়ারের প্রবল স্রোতে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ফারিয়া-১ নামে একটি বালুবাহী নৌযান (বাল্কহেড) ডুবে গেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আউরা কৈখালী ভাণ্ডারিয়া ভাড়ানি খালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে স্থানীয়ভাবে নৌযানটি উদ্ধার কাজ চলছে।

ইউপি সদস্য মো.শাহিন জানান, বালুবাহী নৌযানটি পাশের বরগুনা জেলার বেতাগী থেকে কাঁঠালিয়ার আনইলবুনিয়ায় যাচ্ছিল। প্রবল স্রোতে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌযানটির (বাল্কহেড) সামনের অংশ ডুবে যায়। ডুবে যাওয়া নৌযানটি স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন