হোম জাতীয় প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন বুধবার

প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন বুধবার

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

অনলাইন ডেস্ক:
চার দিনের সফরে আগামী বুধবার (২৮ মে) জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) বাস্তবায়ন করছে বাংলাদেশ। ওই দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানাবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (মে ২৯) নিকেই ফোরামে অংশগ্রহণ করবেন। পরের দিন শুক্রবার (৩০ মে) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, বাজেট সহায়তা, ইন্দো-প্যাসিফিক সহায়তা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবারের সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে মাতারবাড়ী প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ থাকতে পারে। এছাড়া জাপানের কাছ থেকে বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য বাড়ানোর জন্য জাপানের সরকারের সহায়তা নিয়ে আলোচনা হবে বলে আশা করি।’

কী কী বিষয় নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যানপাওয়ার, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধিসহ আরও কয়েকটি খাতে সমঝোতা হতে পারে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন