হোম জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে কোনও আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ এবং শিডিউলের বিষয়ে আপনারা যথাসময় জানতে পারবেন, এটা একটু অপেক্ষা করতে হবে।

এর আগে, গত ২৬ জুন সিইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকের পরই গুঞ্জন উঠে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। কারণ এর আগে, ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহে (ফেব্রুয়ারি) নির্বাচন আয়োজন সম্ভব। সেই ঘোষণার পর সিইসির সঙ্গে এটিই ছিল প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, এটা ছিল ওনার সাথে আমার সৌজন্য সাক্ষাৎ। ওভাবে ফরমালি কোনও বৈঠক করি নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে কিনা। উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা আলোচনার কেন্দ্রে, ফলে এটি নিয়ে আলোচনা হবেই।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই উনি জানতে চেয়েছেন, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে দিতে আমাদের প্রস্তুতি আছে কি নাই? আমরা বলছি যে প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির যে চারটা গিয়ার থাকে, চারটা ফুল করেই প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখছেন নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

ইসি এবং অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের ক্ষেত্রে একই তরঙ্গে রয়েছে এমন মন্তব্য করে সিইসি বলেন, একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেন্থটা মিলে গেছে। এটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেন্থে আছি। উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং উনার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি, একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন