মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
২৪ নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসি মহিউদ্দীন, যশোর সদর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বাবুল করিম বাবলু, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে একটি আনন্দ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
