কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় আসামীরা সাজাপ্রাপ্ত হওয়ায় কলারোয়ায় আ’লীগের আয়োজনে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রæয়ারী) বিকালে আনন্দ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে’ হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে বিএনপি’র অপরাজনীতি ও বিচারে সাজাপ্রাপ্ত অপরাধীদের ধিক্কার জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত আনন্দ মিছিলটি পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও নব নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম , শামছুদ্দীন আল মাসুদ বাবু, রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমামান, মফিজুল ইসলাম, আব্দুস সালাম, রুহুল কুদ্দুছ, আনছার সরদার, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, স্চ্ছোসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্নাসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীবৃরন্দ। বক্তারা, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায়কে যুগান্তকারী ঘোষনা করে স্বাগত জানান। পরে আ’লীগ নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
s
