জাতীয় ডেস্ক :
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ শিরোনামে আয়োজন করা হয়েছে বিশাল এক কনসার্ট। আর এতে সংগীত পরিবেশনা করবেন এ আর রহমান।
কনসার্ট উপলক্ষ্যে ইতোমধ্যে নতুন রূপে সেজেছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাইরে সবুজ আলোর মরিচবাতিতে মনে হবে কোনো বিয়েবাড়ি আর ভেতরে তৈরি করা হয়েছে অস্থায়ী কিছু স্থাপনা। পুরো স্টেডিয়ামজুড়েই রয়েছে লাইটিং। স্পশষ্টতই যথাযথ কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিসিবি।
গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় হিন্দি আর বাংলা গানের সুরে বিমোহিত ছিল মিরপুর স্টেডিয়াম। কারণ মঞ্চে তখন সতীর্থদের নিয়ে গানের মহড়ায় ব্যস্ত সময় পার করছিলেন এ আর রহমান। মহড়ায় বেশ উপভোগ্য সময় কাটাতে দেখা গেছে এ শিল্পীকে। তিনি ছাড়া বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীও এতে অংশ নেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আজকে সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এ কনসার্টে প্রায় ৩ ঘণ্টায় ৩৫টি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখবেন অস্কারজয়ী এ শিল্পী।
এর আগে ২০১৪ সালেও এ আর রাহমান বিসিবির আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন। তবে তখন এত লম্বা সময়ের জন্য পারফর্ম করেননি তিনি।
পুরো অনুষ্ঠানটিকে দুই ভাগে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ। সঞ্চালনার দায়িত্বে থাকবেন রুমানা মালিক মুনমুন। বিকেল ৫টা থেকে শুরু হয়ে একটানা সাড়ে ৬টা পর্যন্ত চলবে কনসার্টের প্রথম ভাগ।
এরপর কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে দর্শকদের মাতিয়ে রাখবেন এ আর রাহমান। এ ছাড়া দেশি শিল্পী মমতাজসহ কয়েকজন বাংলাদেশি শিল্পীর পরিবেশনা থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়াও অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী, ভারতীয় সংগীত পরিচালক ও প্রযোজক এ আর রহমান।