হোম রাজনীতি প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বরিশালে সমন্বয় কমিটি

রাজনীতি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। আগামী ২৯ ডিসেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করবেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সম্মতিক্রমে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে। আর সমন্বয়ক করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে।

এদিকে কমিটির সদস্য হিসেবে আছেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক। জনসভা সফল করতে গঠিত শৃঙ্খলা কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলে উন্নয়নের মাধ্যমে চেহারা পাল্টে দিয়েছে। জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম ঘটবে। তার এ জনসভার মধ্য দক্ষিণাঞ্চলে নৌকার বিজয় নিশ্চিত হবে।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, দীর্ঘ বছর পর বরিশালে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সফরের খবরে নেতাকর্মীরা সবাই উজ্জীবিত। অধীর আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করবে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। পদ্মাসেতু, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার যে অবদান তার প্রতিদানেই মানুষ নৌকায় আবারও ভোট দিবেন বলেও দাবি এ নেতার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন