ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে খুলনার পাশাপাশি ফকিরহাট সহ আশপাশ অ লসমূহে এখন সাজ সাজ অবস্থা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশের কারণে দলের তৃণমূল নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ব্যপক প্রস্তুতি গ্রহন করেছেন। ইতিমধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল ও মোটরসাইকেল শো-ডাউন করেছেন দলীয় নেতা-কর্মীরা। ফবিকরহাট উপজেলা থেকে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২০হাজার নারী-পুরুষ অংশগ্রহন করবেন।
এদিকে, মহাসড়ক ঘুরে দেখা গেছে, ১৩ নভেম্বর (সোমবার) প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে ফকিরহাট উপজেলার ফলতিতা থেকে টাউন-নওয়াপাড়া ও কাটাখালী মোড় হয়ে কুদিরবটতলা পর্যন্ত বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ছবি দিয়ে বসানো হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে টাউন নওয়াপাড়া ও কাটাখালী মোড় সহ ফকিরহাট মহাসড়কের বিভিন্ন স্থানের চিত্র ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভাকে ঘিরে দলীয় প্রধানের দৃষ্টি কাড়তে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়েছে দলটির নেতা-কর্মীরা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে জনসভার ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।