স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে এর আগে কখনও রাউন্ড অফ সিক্সটিনের বাধাও পেরোতে পারেনি স্পেন। সেই দলটাই এবার অপ্রতিরোধ্য। একের পর এক অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত করা দলটা এখন শিরোপা থেকে এক পা দূরে। ফাইনালের প্রথমার্ধ শেষে ইংলিশদের চেয়ে এগিয়ে আছে স্পেন।
সিডনির অলিম্পিক স্টেডিয়ামে রোববার (২০ আগস্ট) নারী বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন-ইংল্যান্ড। শক্তির বিচারে কিছুটা পিছিয়ে থাকা স্পেন প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে।
সিডনির দর্শকভর্তি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ের শুরুটা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক। দুদলই নিজেদের মেলে ধরেছে শুরু থেকেই। তবে বল দখলে কিছুটা এগিয়ে ছিল স্পেন। আক্রমণ-প্রতি আক্রমণে প্রথমার্ধের খেলা ছিল বেশ উপভোগ্য। দুদলই বেশকিছু সুযোগ হারিয়েছে শুরুর দিকে।
১৫ তম মিনিটে ইংল্যান্ডের লরেন হ্যাম্পের শট ফেরে বারে লেগে। ১৮ তম মিনিটে পারাল্লুয়েলার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক মার্টি ইয়ার্পস। ২২ তম মিনিটে স্পেনের আরও একটি ভালো আক্রমণ ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক।
ম্যাচের ২৯ তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন ওলগা কারমনা। এরপর বেশকিছু বিপজ্জনক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি ইংলিশরা। উল্টো বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্পেন। তবে স্প্যানিশ স্ট্রাইকারের শট গোলবারে লাগলে সে সুযোগ হারায় স্পেন।