আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্র্যাটরা বিপুল জয় পেয়েছে। যদিও এই নির্বাচনে ট্রাম্পের নাম ছিল না, তবু তাকে একজন ‘অদৃশ্য প্রার্থী’ হিসেবে গণ্য করা হচ্ছিল। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় রাজনৈতিক পরীক্ষামূলক এই নির্বাচনে তিনি হেরে গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়। এই তিন নির্বাচনে ডেমোক্র্যাটরা দারুণ জয় লাভ করেছেন।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি জয়ী হয়েছেন। তিনি ১১১তম নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। সাবেক গভর্নর, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছেন মামদানি। এর সঙ্গে তিনি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র এবং এক শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন।
ট্রাম্প আগেই হুমকি দিয়ে রেখেছিলেন, মামদানির মতো একজন ব্যক্তি মেয়র নির্বাচিত হলে তিনি নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় তহবিল আটকে দেবেন। তিনি মামদানিকে অবৈধ অভিবাসী বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন।
নিউ জার্সিতে ডেমোক্র্যাটিক প্রার্থী মাইকি শেরিল গভর্নর নির্বাচিত হচ্ছেন। শেরিল নিউ জার্সি ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হবেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করেছেন। সিয়াতারেল্লি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
ভার্জিনিয়ায় গভর্নর পদে ডেমোক্র্যাটিক প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হয়েছেন। স্প্যানবার্গার সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং সিআইএ-এর প্রাক্তন কর্মকর্তা। তিনি ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন তিনি। স্প্যানবার্গারের নির্বাচনী প্রচারনায় মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, ফেডারেল চাকরিতে কাটছাঁট এবং শাটডাউনের প্রভাব কমানোকে কেন্দ্রবিন্দু হিসেবে রাখা হয়েছে।
নিউ জার্সি ও ভার্জিনিয়া উভয়ই ‘ব্লু স্টেট’ হিসেবে পরিচিত। যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এই দুই অঙ্গরাজ্যে ভালো ফল করেছিলেন, এবার দেখা যাচ্ছে ডেমোক্র্যাটরা বিপুল জয় পেতে যাচ্ছেন।
একই সময়ে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট গভর্নর গেভিন ন্যুসাম নির্বাচনী ম্যাপ পরিবর্তনের অনুমতি চেয়ে গণভোটের আয়োজন করেন। এটি ‘ব্লু স্টেট’-এর কংগ্রেসে পাঁচটি আসনে বিজয় নিশ্চিত করতে সহায়তা করবে। রিপাবলিকানদের পাল্টা উদ্যোগ হিসেবে টেক্সাসে নির্বাচনী ম্যাপ পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।
