আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনিকে শুক্রবার বিকেলে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন কিশোর। তারা অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় গণমাধ্যমে এখনো প্রকাশ করা হয়নি। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার সকালে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে এই ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ১৩ জনকে মুক্তি দেবে হামাস।
ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনার কাদুরা ফারেস বলেছেন, এসব ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইসরায়েলের ওফার সামরিক কারাগারে রেডক্রসের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে একই সময় গাজা-মিসর সীমান্তে জিম্মি ১৩ নারী ও শিশুকে মুক্তি দেমে হামাস।
তিনি আরও বলেন, রেডক্রস ফিলিস্তিনি বন্দিদের গ্রহণ করার পরে জেরুজালেম থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তারা জেরুজালেমে এবং পশ্চিম তীর থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তারা বেতুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে যাবেন। সেখানে তাদের পরিবার লোকজন অপেক্ষা করবেন।