হোম আন্তর্জাতিক প্রথমেই মস্কো যাওয়ায় সমালোচনার মুখে গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কিয়েভ সফরের আগে মস্কো যাওয়ায় ইউক্রেনের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। খবর আল-জাজিরার।

ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বুধবার (২৭ এপ্রিল) ইউক্রেনিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিদেশি কোনো নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘ প্রতিনিধির ইউক্রেনে কী ঘটছে তা নিজ চোখে দেখার জন্যে প্রথমে কিয়েভ সফরে না এসে রাশিয়ায় যাওয়া বিস্ময়কর। তার মতে, রাশিয়া যাওয়ার আগে বিদেশি নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থার কোনো প্রতিনিধির আগে ইউক্রেন সফর করা উচিত।

তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে দুর্বলতা ও উদাসীনতার অভিযোগ তুলে বলেছেন, আমি মনে করি আমাদের বোঝা উচিত কিছু আন্তর্জাতিক সংস্থা, ইনস্টিটিউট অনেকটাই দুর্বল।

গুতেরেস পোল্যান্ড সফর শেষে বুধবার কিয়েভে আসেন। সোমবার তিনি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি মস্কো যান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন।

এ সফরে রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনে গত দুই মাস ধরে চলা সামরিক অভিযান বন্ধ কিম্বা যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করেন তিনি। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সংঘাত নিরসনে মঙ্গলবার (২৬ এপ্রিল) তিনদিনের সফর শুরু করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় দুই মাস ধরে চলা অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

জাতিসংঘ প্রধান ইউক্রেনে দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে অস্ত্রবিরতি নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টার ওপরই তিনি জোর দেবেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ৬২তম দিনে পড়েছে রাশিয়ার ইউক্রেন অভিযান। সংঘাতের দুই মাস পেরিয়ে গেলেও ইউক্রেনের বিভিন্ন শহরে অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন