হোম জাতীয় প্রথমবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে নোবেলজয়ী ড. ইউনূসকে

জাতীয় ডেস্ক:

প্রথমবারের মতো দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় ইউনুসসহ ১৩ জনকে তলব করেছে দুদক। ৪ ও ৫ অক্টোবর তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়। গত ২৭ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে ড. ইউনূসকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

এদিকে শ্রমিক ঠকানোর মামলায় বিচার চলছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের। মামলাটি রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। এর মধ্যেই অর্থ পাচার ও আত্মসাৎ মামলায় প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে মুহাম্মদ ইউনূসকে।

গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তের স্বার্থে আগামী বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে ড. ইউনূসকে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রম আদালতের মামলায় সুবিধা করতে না পেরে দুদকের মামলায় বিচার শুরু করতে তড়িঘড়ি করা হচ্ছে। যদিও ওই দিন যথাসময়ে হাজির হবেন তিনি (ড. ইউনূস)।

এর আগে চলতি বছরের মে মাসে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও। মামলায় প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচার ও আত্মসাতের সত্যতা পেয়েছে সংস্থাটি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন