হোম জাতীয় প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক :

শেরপুরে জমি সংক্রান্ত একটি মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হয়ে ওইদিনই প্রতিপক্ষের হাতে খুন হন রফিকুল ইসলাম ওরফে রফিক (৫৫) নামে এক কৃষক।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বাড়ির পাশের কাঠবাগান থেকে রফিকের মরদেহ উদ্ধার করা হয়। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রফিককে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে বলে দাবি পরিবারের।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের কৃষক রফিকের সঙ্গে দুই একর জমি নিয়ে তারই চাচাতো ভাই আঙ্গুর ও কেনা গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে রফিকের নামে একাধিক মামলাও রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) একটি মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে আসেন রফিক। কিন্তু অপর মামলায় জামিন না থাকায় গ্রেফতার এড়াতে রাতের খাবার খেয়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয় যান। পরে শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি কাঠবাগানে রফিকের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু সাঈম সময় সংবাদকে বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যাই। এ ছাড়া মরদেহের সুরতহাল করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরই মধ্যে আমাদের একাধিক টিম তদন্তে মাঠে কাজ করছে।’

যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান আবু সাঈম। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন