হোম রাজনীতি প্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে দিতে চাইছে: জাসদ

প্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে দিতে চাইছে: জাসদ

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে ফেলতে চাইছে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় জাসদের নেতারা একথা বলেন। ৫৩তম বিজয় দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় জাসদ নেতারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পরাজয়ের প্রতিশোধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি মোকাবিলায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, সম্ভ্রম দানকারী ২ লাখ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্টভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান জাসদের নেতারা।

দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন— কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।

এর আগে সকাল ৯টায় সাভারে জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন