হোম জাতীয় প্রতিরোধের প্রথম প্রহরেই নৃশংসতার শিকার হন শেখ কামাল: প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর বাড়িতে হামলাকারীদের প্রতিরোধ করতে শেখ কামাল প্রথমেই সামনে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রতিরোধের প্রথম প্রহরেই নৃশংসতার শিকার হন শেখ কামাল।

শনিবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শ.ম রেজাউল করিম বলেন, ঘাতকদের টার্গেট ছিল, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধ্বংস করতে হলে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর বিশ্বাস, তার দর্শন, তার দেখানোর পথ এটাই কিন্তু আমাদের পাথেয়। আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, অসীম সাহসী, অসাধারণ মেধা ও বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালকে হত্যা করার লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ার পথ যেন রুদ্ধ করে দেয়া যায়। এজন্য বঙ্গবন্ধু জেনারেল শফিউল্লাহকে ফোন করে বলেছিলেন, শেখ কামালকে ওরা মেরে ফেলছে, তোমার লোকরা আমার বাড়ি আক্রমণ করেছে। শেখ কামালকে যারা মেরেছিল তারাও ভেবেছিল হয়তো তাকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ওয়ারিস শেষ করা হবে। তারপর তারা সর্বশেষে তার কনিষ্ঠ পুত্র ১০ বছরের শেখ রাসেলকেও হত্যা করে। পৃথিবীর ইতিহাসে অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু যেটা বাংলাদেশের ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটেছিল সেটা নিষ্ঠুরতম ঘটনা।

নেছারাবাদে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন